শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জের মাধবপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (পুসাম) এর ২০২৫ নবীন বরণ, বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ রমজান (২৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বচ্ছতা) এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ-সময় শাহআলম (কুবি) ও হেপি (জাবি) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জুবায়েদ খান জুবু অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৩১ তম বিসিএস শিক্ষা এর কামরুল ইসলাম, ইউনিডো এর ন্যাশনাল এক্সপার্ট এস. এম. আরাফাত তরিত, মিরপুর সিরামিক্সের ব্যাবস্থাপক মো: সিদ্দিক মিয়া,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম সহ পুসামের সাবেক নেতৃত্ববৃন্দ ও পুসামের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত থাকায় প্রতিবছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। এই ছুটিকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে সকলে একত্র হওয়ার মোক্ষম হিসেবে বাছাই করেন শিক্ষার্থীরা। এবারের প্রোগ্রামে অংশগ্রহণ করে পুসামের অ্যালামনাই, সরকার, আধা-সরকারী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাবেক সদস্যরা ভিন্নমাত্রা যোগ করেন।