মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসন কর্তৃক সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু করে স্হানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও স্হানীয় রাজনৈতিক,সামাজিক ,সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জুয়েল আহমেদ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীত পরিবেশন করে।
এ উপলক্ষে আলোচনা সভা, ছাত্র ছাত্রী দের কুচকাওয়াজ পরিদর্শন, মুক্তি যোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান, প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা, দেশের কল্যাণ কামনা করে দোয়া করা এবং এতিমখানা, শিশু ও ভবগূরেদের মাঝে উন্নত খাবার পরিবেশন করার মধ্য দিয়ে মোহনগঞ্জে উৎযাপিত হয়েছে এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।