রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের জননেতা আবুল কালামের দিকনির্দেশনায় লাকসাম পৌর সেচ্ছাসেবক উদ্যোগে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বাদ আছর (২১মার্চ) লাকসাম উওরবাজার চাঁদপুর রেলগেট এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অসহায়,দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লাকসাম সেচ্ছাসেবক দলের আহবায়ক মেজবাহুল ফয়সাল এর সভাপতিত্বে লাকসাম পৌর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান আহমেদ সুমনের সঞ্চালনায় এই মহতী উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আবুল হোসেন মানু। এসময় উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক- ইলিয়াস হোসেন,হাবিব,মাসুদ,পারভেজ, সাদ্দাম হোসেন, হৃদয় প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেনকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
লাকসাম সেচ্ছাসেবক দলের আহবায়ক মেজবাহুল ফয়সাল বলেন, ‘রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এই উদ্যোগ তারই অংশ।’
উপস্থিত নেতৃবৃন্দ বলেন,অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্বের অংশ। রমজান মাসে মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।