নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মার্চ (শুক্রবার) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে মহেশখালী প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
এতে মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু’র সঞ্চালনায় ও সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশন ভূমি দীপক ত্রিপুরা, কক্সবাজার প্রেস ক্লাবের সদস্য মাষ্টার রুহুল কাদের বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, উপজেলা একাডেমি সুপারভাইজার ফজলুল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী থানার সেকেন্ড অফিসার এনায়েত কবির, উপজেলা জামায়েত দক্ষিণ শাখার সভাপতি মাষ্টার শামীম ইকবাল, মাষ্টার নবাব হোসেন বিএ, পৌর বিএনপির নেতা এডভোকেট হামিদুর হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শা.আ.ম জাহিদুল হক নাহিদ, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, ফরিদুল আলম দেওয়ার, হারুন উর-রশিদ, সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী, যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, অর্থ সম্পাদক মকসুদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রশিদ, উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক হুবাইব সজীব, মাস্টার গিয়াস উদ্দিন, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, যুবদল নেতা আনছারুল করিম, ছাত্রদলের নেতা তারেক রহমান জুয়েল, এম ছালামত উল্লাহ, গাজি মোঃ আবু তাহের, বশির উল্লাহ, সরওয়ার কামাল, নুরুল করিম, মহিউদ্দিন’সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পর্ব পরিচালনা করেন মহেশখালী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শহিদুল্লাহ।
সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্শনামূলক বক্তব্য রাখেন। হঠাৎ সিদ্ধান্তে এমন বর্ণাঢ্য আয়োজনে সার্বিক সহযোগীয় করার জন্য প্রেস ক্লাব সদস্যদেরকে ধন্যবাদ জানান সভাপতি জয়নাল আবেদীন।