সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাসান আলী (৩১) হত্যা মামলার ৩ আসামিকে রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। আসামিদের মধ্যে ১নম্বর আসামী নেইমার ৪ দিন এবং তার বাবার গৌছ আলী ও ভাই হোসাইনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র’র আদালত এসব আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নেইমার’কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন তার বাবা গৌছ আলী ও ভাই হোসাইন আহমদকে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ যে, পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলী’র পুত্র হাছান আলী (৩১) কে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বিত্তরা।
পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করেও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামী করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এতে গত ২৩ জানুয়ারি দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শরিয়তপুর জেলার নড়িয়া থানধীন থিরপাড়া ডিঙ্গামানিক এলাকায় অভিযান পরিচালনা করে ১নাম্বার আসামী নেইমার (২০) ও ২ নাম্বার আসামী হোসাইন আহমদ(১৯) ও এর আগে গত ১৭ জানুয়ারি গৌছ আলী (৬০) ও তার পুত্র মাহিন মিয়া (১৯) কে ঢাকার উত্তরা হতে আটক করে।