মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় গতকাল মঙ্গলবার ডৌয়াতলা হাইস্কুলের সামনে কর্মচারীকে যৌন হয়রানী ও সারাদেশে নারীদের পূর্তি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনীতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার, ডৌয়াতলা বাজার কমিটির সেক্রেটারি মো. হাবিবুর রহমান,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মুসুল্লি ও সোহেল তানভীর প্রমুখ।
বক্তারা ডৌয়াতলা বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিক ও ম্যানেজার ইসমাইল কর্তৃক নারীদের যৌন হয়রানি, কর্মচারীকে নিপীড়ন এবং সারাদেশে নারীদের প্রতি অসদাচরণে সয়লাভ হয়ে গেছে তাই অনতিবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।