Shopping cart

  • Home
  • ধর্ম
  • ইসলাম
  • শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১০, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী সংগঠন একাউন্টটিং ক্লাবের উদ্যোগে শহীদ আব্দুল কাইয়ুম এর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ও একাউন্টটিং ক্লাবের সভাপতি শুভ ব্রত সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একাউন্টিং ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা বলেন,”আজকের দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় শিক্ষার্থী, শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দোয়া মাহফিলে।আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, পবিত্র রমজান মাসে আপনারা প্রাণ খুলে শহীদ আব্দুল কাইয়ুমের জন্য দোয়া করবেন। এটি আমার আকুল আবেদন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাঁরা শহীদ আব্দুল কাইয়ুমের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার নামে হল নির্মাণ করেছে, টুর্নামেন্ট আয়োজন করেছে।এসব উদ্যোগের মাধ্যমে কাইয়ুম আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে—এই প্রত্যাশা করি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন,”শহীদ আব্দুল কাইয়ুম আমাদের প্রেরণার নাম। বিশেষ করে এআইএস বিভাগ এই প্রেরণার অংশীদার।

তিনি ব্যক্তিগত জীবনকে তুচ্ছ করে, নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর পরিবর্তনের জন্য কাজ করেছেন। আমরা যেন তার সেই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি—এজন্য আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *