দোয়ারাবাজার(সুনামগঞ্জ): যুক্তরাজ্য (UK) বসবাসরত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি (ইউকে) অর্থায়নে স্থানীয় নরসিংপুর বাজার মসজিদে একটি আইপিএস প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) নরসিংপুর বাজার মসজিদ পরিচালনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আইপিএসটি হস্তান্তর করে সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধিগণ।
নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের পক্ষে আইপিএস হস্তান্তর করেন,সোসাইটির সদস্য আব্দুল বাছিত রানু, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজসেবক হাজী গোলাম মোস্তফা,সদস্য ফখর উদ্দিন, আবিদ রনি,নজরুল ইসলাম,নিজাম উদ্দিন।
মসজিদ কমিটির পক্ষে গ্রহণ করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম, সেক্রেটারি আবুল কালাম,সহ-সেক্রেটারি ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন।
এসময় নরসিংপুর বাজারের অন্যান্য ব্যবসায়ী ও মসজিদে আসা মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে নরসিংপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও কামরুজ্জামান নোমানী’র দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।