শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুথানে নিহত হবিগঞ্জে মাধবপুর উপজেলার শহীদ শামীমের পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকার শহীদ শামীমের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেন শিক্ষার্থীরা। ইফতার সামগ্রী বিতরণের সময় জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় নিহত শহীদ শামীমের পরিবারের খোজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি বোরহান উদ্দিন রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম তানজিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার ১ম সংগঠক – সৈয়দ মুহা. মাহদী হাসান এবং বৈছাআ’র মাধবপুর উপজেলা প্রতিনিধি টিআর রিয়াজ।
মাধবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সৈয়দ মাহদী হাসান বলেন, জুলাইয়ে নিহত শহীদরা আমাদের দেশ ও জাতির সম্পদ। তাদের নিয়ে রাজনীতি না করে আসুন ঐক্যবদ্ধভাবে জুলাই বীর শহীদ পরিবারের পাশে দাঁড়াই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবারের অনুদান শীঘ্রই তাদের পরিবারের হাতে পৌঁছে দিবেন।