Shopping cart

দোয়ারাবাজারে পুলিশ যেভাবে আটক করলো পিকআপবর্তী রশুনসহ ২ জনকে

জানুয়ারি ১৭, ২০২৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে পিকআপবর্তী রশুনসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

পুলিশ জানায়,বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০ টায় দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক এর দিকনির্দেশনায় এস আই মোহাম্মদ আতিয়ার রহমান, এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিন’র বাগানবাড়ীর পূর্বে কাঁচা রাস্তার উপর ভারতীয় সীমান্ত হইতে অনুমান ৭০০ গজ বাংলাদেশের অভ্যান্তর হইতে ১টি টাটা পিকআপ গাড়ি যোগে বাংলাদেশ হইতে রসুন বোঝাই করে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় ১শত ৪৬ বস্তা রসুন বোঝাইকৃত পিকআপ (২ হাজার ৫’শত ৫৫ কেজি) ও এর সাথে ২ জনকে আটক করে পুলিশ। প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে TAIFENG FOODS সহ ইংরেজিতে আরো অন্যান্য লেখা আছে। আটককৃত রশুনের আনুমানিক বাজার মূল্য ৫,১১,০০০/-(পাঁচ লক্ষ এগারো হাজার) টাকা।

আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামের মৃত আব্দুল বারিক’র পুত্র নুরুজ্জামান (২১). খাদিমনগর ইউনিয়নের কান্দিরপথ গ্রামের সুরুজ মিয়া’র পুত্র আনু মিয়া (২৪)।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান,ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *