শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধ: হবিগঞ্জের মাধবপুরে খেদমতে ইনসান সামাজিক সংগঠনের উদ্যোগে ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার(২৯ মার্চ) বিকালে মাধবপুর পৌরসভার খেদমতে ইনসান কার্যালয়ের সমানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আর ও উপস্থিত ছিলেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলমগীর কবির,পৌর যুবদলের সদস্য সচিব এমদাদুল হক সুজন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেজান আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান আহমেদ দিপু,খেদমতে ইনসান সংগঠনের সদস্য শফিকুল ইসলাম,সুজন পাঠান,নিয়ামুল ইসলাম, মোস্তাক মিয়া সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। খেদমতে ইনসান সংগঠনের সদস্য মো শফিকুল ইসলাম জানান তাঁদের এই সংগঠন সবসময় মানব সেবায় নিয়জিত। তাঁদের সংগঠনের কার্যক্রম হচ্ছে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তাঁরা সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
প্রতিবছরই তাঁরা ঈদের আগে সমাজের অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।এরই প্রেক্ষিতে এবার ও তাঁরা ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতে ও তাঁদের এমন কার্যক্রম চলমান থাকবে।