Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

ছাতকে সাংবাদিকের ফিসারীতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ 

এপ্রিল ১, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে রাসেল ইসলাম নামে এক ফিসারী ব্যবসায়ীর ২ লক্ষ ৫০ হাজার টাকার মাছ পুকুরে বিষ দিয়ে মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

গত ২৯ মার্চ রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীঁ গ্রামে এ ঘটনা ঘটে।

ফিসারী ব্যবসায়ী রাসেল ইসলাম ওই গ্রামের রমহত আলীর ছেলে।

এ ব্যাপারে শনিবার বিকালে ছাতক থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। তিনি বলেন,আমার বাড়ি সংলগ্ন পশ্চিম দিকে নিজ জমিতে পুকুর খনন করে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। ঘটনারদিন রাত ১ টা ৩০ মিনিটের সময় পুকুর পাড় থেকে উঠে ঘরে গিয়ে শুয়ে পড়ি। রাত ৪ ঘটিকায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখে আমার পুকুরের সব মাছ পানি উপরে ভেসে মারা যাচ্ছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে আমিসহ বাড়ির লোকজন এসে দেখি সব মাছ মরে পানির উপরে ভাসছে। এতে আমার প্রায় আড়াঁই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান এর আগে গত ২৫ মার্চ রাতে ফিসারীর পশ্চিম পাড়ে থাকা তার মুদির দোকান থেকে চুরি করে প্রায় ৩০ হাজার টাকার মালামাল ও ক্যাশে থাকা নগদ ৫৭০০ টাকা নিয়া যায়। এরপর ফিসারিতে বিষ দেওয়া হয়। তার ধারনা কেহ পুর্ব শক্রুতার জেরে এসব করতে পারে।

এ বিষয়ে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *