হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বৃহস্পতিবারের ভয়াবহ আগুনে বিমানে আনয়া থাকা আমদানি সংক্রান্ত সমস্ত পণ্য পুড়ে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। রোববার নিরাপত্তা দল ও কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
উপদেষ্টার কথায়, ক্ষতির আর্থিক পরিমাণ চিহ্নিত করতে খাতভিত্তিকভাবে পরীক্ষা চলছে। তিনি জানান, ঘটনার সব দিক তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের আগের ও পরে পরিস্থিতি, সম্ভাব্য কারণ এবং দায়-দায়িত্ব নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে।
জনাব বশির আরও বলেন, যে কোনও অভিযোগকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় হলে গোয়েন্দা ও অন্যান্য তদন্ত সংস্থার সহযোগীতা নেওয়া হবে। অংশীদারদের সঙ্গে আলোচনা করে তদন্তের পরিসর নির্ধারণ করা হবে—এভাবে ঘটনাটির রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানিয়েছেন।



