মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ভুক্ত ভোগী র অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে স্টেশন থেকে আটক করেছে।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ ( ২২) ও শেরপুর সদরের ইমন (২৫)।
আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে পুলিশ থানায় প্রেরণ করা হয়েছে।
এ তথ্য মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে গত রাত ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গামী হাওর এক্সপ্রেস ট্রেনে জনৈক ছাত্রের মোবাইল ফোন কৌশলে ছিনতাই করে নিয়ে যায়। পরে ভোর ছয়টার সময় মোহনগঞ্জ স্টেশনে ট্রেন পৌঁছলে ভুক্তভোগী পুলিশ ফাঁড়ি তে অভিযোগ করে। পুলিশ তাৎক্ষণিক মোহনগঞ্জ স্টেশনে অভিযান চালিয়ে এই দুই জন ছিনতাইকারী কে আটক করে মোবাইল ফোন উদ্ধার করে।পরে আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করে। দীর্ঘদিন ধরেই ট্রেন থেকে মোবাইল ছিনতাই উদ্ভেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।