Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • প্রশাসন
  • রংপুরে টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

রংপুরে টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

মে ৩০, ২০২৫

মো আব্দুল্লাহ আনন্দ (রংপুর) জেলা, প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক কারবারিকে আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন,রংপুরের হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত রোববার (২৫ মে) সন্ধ্যায় ওসি এবং থানার সংশ্লিষ্ট ডিউটি অফিসারকে না জানিয়েই মোটরসাইকেলে টহলে বের হন দুই পুলিশ সদস্য রনি ও তরিকুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা হারাগাছ পৌরসভার পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। তবে থানায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানিয়ে তারা ১৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে অভিযুক্ত মাদক কারবারিকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানতে পেরে তাৎক্ষণিকভাবে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। ঘটনার খবর পেয়ে রাতেই হারাগাছ থানায় উপস্থিত হন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আহমেদ মারুফ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ওই দুই পুলিশ সদস্যদেরকেকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই রনি মিয়া বলেন, “মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়নি। পুলিশ দেখে সে পালিয়ে যায়। তাই ওসিকে জানানো সম্ভব হয়নি। পরে থানায় গিয়ে জানাবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়।

”এ বিষয়ে ওসি মমিনুল ইসলাম সোহেল কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি ডিসি (ক্রাইম) আহমেদ মারুফের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে একাধিকবার চেষ্টা করেও ডিসি মারুফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *