Shopping cart

রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার

জানুয়ারি ১২, ২০২৬

রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে মধ্যপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদক সেবী মারা গেছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ।

রোববার(১২ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জে গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদক সেবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

বদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট মদ পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া কয়েকজন মাদক সেবী। মাদক সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন ও সোহেল মিয়া। তাদেরকে নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। অসুস্থ অন্যান্যরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন কঠোর গোপনীয়তায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে মাদক ব্যবসায়ী জয়নুল সহ স্থানীয় মাদক সিন্ডিকেট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল যায় পুলিশ। মৃত আলমগীর ও সোহেল মিয়া লাশ উদ্ধার করে দুপুর আড়াইটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এ সময় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার জয়নাল এলাকায় দীর্ঘদিন থেকে জয়নাল মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ঘটনায় মাদক আইনে মামলা হবে ও বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *