দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের এপার-ওপার হতে ২৪ ঘন্টার ব্যবধানে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানে নিকটবর্তী খাল থেকে এক হাত কাটা অঙ্গাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। বিকেলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও, লাফার্জ সীমান্ত – ভারতের মেঘালয়ের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়া’র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লাফার্জ ক্যাম্পের বিজিবিকে নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিকালে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নিহত আহাদ মিয়া (৪০) নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত আপ্তর আলী’র ছেলে।
স্থানীয়রা জানান, আহাদ মিয়া ছিলেন সীমান্তে গরু-মহিষের একজন ব্যবসায়ী। ব্যবসায়িক লেনদেনজনিত কারণে আততায়ীর হাতে তিনি নিহত হতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন,দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
এদিকে, ২৪ ঘন্টার ব্যবধানে সীমান্তের এপার-ওপার হতে দু’জন ব্যক্তির লাশ উদ্ধারের মর্মান্তিক এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



