সিরাজগঞ্জের, শাহজাদপুরে একই পরিবারের আপন ৫ ভাইয়ের সবাইকে অচেতন করে একে একে ৫টি বাড়িতেই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে । অচেতন অবস্থায় পাঁচটি পরিবারের সকল সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। শনিবার (২ নভেম্বর ২০২৪) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় আপন ৫ ভাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে টিউবওয়েলের পানিতে চেতনানাশক কোন ঔষধ মিশিয়ে পাঁচটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে । চেতনানাশকঔষধ মেশানো পানি খেয়ে অসুস্থরা হলেন, অসীম পাল (৩৫) আশীক পাল ( ৩০ ) সুপাংক পাল (৩৫) রাম প্রসাদ পাল (৩৪ ) ও দিবাস (৩২)।
এ বিষয়ে অনিতা রানী পাল বলেন, শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পরি। সারারাতে আর কেউ সজাগ পাইনি, সকালে আমার ঘরের দরজায় টং টং শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়।জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় সব কিছু পড়ে আছে। চুরেরা তাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনা, থালা বাসনসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে।
সন্জয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায়, তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে দৃবৃত্তরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শক আবু সাঈদ।
এবং এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।