আহমদ বিলাল খান: সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় হযরত আহলে বাইত ও শুহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আস-সালীম ফাউন্ডেশনের সদস্য মন্ডলীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার দোহালিয়াইউপির গোয়ারাই বাইতুল হামদ্ আইয়ুব আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আস-সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ আব্দুল বাছিত খানের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জামেয়া ইসলামিয়া জাহিদপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ।
প্রধান আকর্ষণ ছিলেন, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা উসমান গনি, কাইল্যাচর শাহ অছিউল্লা রহঃ স্বতন্ত্র ইবঃ মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হক নছিব। প্রধান বক্তা গাবুর গাঁও দাখিল মাদ্রাসার সহ কারী শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফী। মাওলানা ইউসুফ আলী খান, মাওলানা মুহাম্মদ আলিম উদ্দিন নিজাম, হাফিজ মুহাম্মদ আব্দুল হালীম মারজান খান প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি কামনা করা হয়।