Shopping cart

শুরু হলো রংপুর বিভাগীয় বইচক্রের প্রথম পর্ব

জুন ২, ২০২৫

রিয়াজুল হক সাগর,রংপুর: দিনাজপুরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় বইচক্রের প্রথম পর্ব। দিনাজপুর শিশু একাডেমি চত্বর ও মিলনায়তনে গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই আয়োজনে ছিল বইমেলা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং বিনামূল্যে বই বিনিময়। রংপুরের আইডিয়া পাঠাগারের এই আয়োজন বাস্তবায়নে ভূমিকা পালন করেন শিক্ষার্থীদের সংগঠন রূপান্তর।

অনুষ্ঠানে স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও পাঠক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল বক্তা হিসেবে কবি ও কথাসাহিত্যিক ড. মাসুদুল হক রংপুর অঞ্চলের সাহিত্য পাঠের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক তাপস মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নার্গিস আখতার বানু ঝর্না, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ফিকশন লেখক বিশ্বজিত দাস, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, সমাজকর্মী মোশাররফ হোসেন, কবি অদিতি রায়, হিরা লাল, মেহনাজ পারভীন, এবং তৈয়ব মৃধা প্রমুখ।

আয়োজনের সভাপতিত্ব করেন আইডিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা-তত্ত্বাবধায়ক, কবি ও প্রকাশক সাকিল মাসুদ।

শাহরিয়ার রহমান নাফিস স্বাগত বক্তব্য রাখেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইয়ান ইসলাম, সালমান রোহান, নাজিফা, এবং শিপুন।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আইডিয়া প্রকাশন, অদম্য ১৯, সম্মিলিত পাঠাগার আন্দোলন, সমৃদ্ধি ফাউন্ডেশন এবং ভেনাস এন্ড রিয়াজ।

দিনব্যাপী আয়োজনে দুই শতাধিক বই বিনিময় হয় এবং মেলায় স্থাপিত স্টল থেকে প্রায় দুই হাজার টাকার বই বিক্রি হয়।

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে না এলে তারা সৈয়দ শামসুল হক, রোকেয়ার জীবনী, শওকত আলী, মঞ্জু সরকারসহ প্রখ্যাত লেখকদের সম্পর্কে বিস্তারিত জানতে পারতেন না। তারা এই অভিজ্ঞতায় আনন্দিত ও অনুপ্রাণিত।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আইডিয়া প্রকাশনের পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার বই, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *