Shopping cart

মাধবপুরে বিপক্ষে স্বাক্ষী দেওয়ায় চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

মে ২৬, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আদালতে চাচাত ভাইয়ের বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় দোকানদার জিল্লুর রহমানের প্রতি ( ৪০) ক্ষীপ্ত  হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ ঘাতক জাহাঙ্গীর মিয়াকে সোমবার ভোরে কালিকাপুর গ্রামে থেকে গ্রেপ্তার করেছে।

উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। নিহত জিল্লুর রহমান কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে।পুলিশ সকালে লাশ উদ্বার করে ময়নাতদন্তে জন্য  হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।

কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, কালিকাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার মামলামোকদ্দমা চলছিল। জাহাঙ্গীরের চাচাত ভাই নিহত জিল্লুর  আদালতে ৫/৬ মাস আগে আদালতে  জাহাঙ্গীরের বিপক্ষে স্বাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর জিল্লুরের রাগান্বিত ছিল।এর জের ধরে রোববার মধ্যরাতে জাহাঙ্গীর দোকানদার জিল্লুরকে বিস্কুট কেনা কথা বলে ঘুম থেকে জাগিয়ে তুলে।ঘর থেকে বের হবার জাহাঙ্গীর জিল্লুরকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে কালিকাপুর গ্রাম থেকে জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,এ ঘটনায়  গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধ হত্যা মামলা রুজু করেছে।তাকে আজ হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *