সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে (ডেভিলহান্ট অপারেশন) উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাহের উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ জানায়, রবিবার (১৩ এপ্রিল) ৮ টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো: তাহের উদ্দিন (৪৮) কে আটক করা হয়।
আটককৃত আসামী তাহের উদ্দিন উপজেলার গোপালপুর গ্রামের মৃত মছদ্দর আলী’র পুত্র ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক।