ময়মনসিংহ থেকে নওশাদ আহমেদ জনি: ময়মনসিংহ শহরের মাসকান্দা গনশার মোড় এলাকায় অমানবিক এক ছিনতাইয়ের ঘটনায় প্রাণ হারালেন মো. রুপচান (৩৫) নামে এক অটোচালক। নিহত রুপচান এলাকার পরিচিত ঝালমুড়ি ব্যবসায়ী মৃত মতি মিয়ার ছেলে। পরিশ্রমী ও শান্ত স্বভাবের এ যুবক পরিবার চালাতে অটোরিকশা চালাতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইকারীরা রুপচানের অটোরিকশা থামিয়ে তাকে নির্মমভাবে মারধর করে। এ সময় তারা তার অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নেয়। রুপচান রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে স্বজনদের আহাজারিতে করুণ পরিবেশের সৃষ্টি হয়। নিহতের পরিবার জানায়, রুপচানই ছিল তাদের একমাত্র ভরসা। প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই সংসার চলত। তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, “একটা ব্যাটারির জন্য একজন মানুষের প্রাণ চলে যাবে—এ কেমন সমাজে বাস করছি আমরা?”



