মিজানুর মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার মাইলোড়া থেকে ১৮ মামলার আসামী সাজাপ্রাপ্ত সৈয়দ শফিকুল ইসলাম সৈকত (২৮)কে গ্রেফতার করেছে, সৈকত দেওথান গ্রামের মৃত সৈয়দ আলী আহমদের ছেলে।
পুলিশ জানায়, সৈকতের বিরুদ্ধে আরো ২৮ টি মামলা রয়েছে।২টি মামলায় আদালত তাকে ১টিতে ১বছর সশ্রম কারাদণ্ড ও অপর ১টিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, উভয় মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন।
সৈকত বার বার জেল থেকে বের হয়ে মাদক কারবারে জড়িত হয়। সৈকত রায়ের পর থেকে পলাতক ছিল, ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার মাইলোড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ১৮ টি মামলা রয়েছে।
সোমবার সকালে নেত্রকোনা কোর্টে প্রেরন করে কারাগারে প্রেরণ করা হয়েছে।