Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

সিলেটে সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার

আগস্ট ২৪, ২০২৫

সিলেটে সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার।

সিলেটে সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল রবিবার (২৪ আগস্ট) ভোররাতে কাটারী এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা পুনরায় না ফেরায় টহলদল ওই এলাকায় তল্লাশি চালায়।

পরে সকাল আনুমানিক ৬টার দিকে কাটারী এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *