Shopping cart

  • Home
  • সারাদেশ
  • শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ 

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ 

জানুয়ারি ২১, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ 

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ 

সোহেল মিয়া, নিজস্ব সংবাদদাতা (সুনামগঞ্জ): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে আগামী ১২ ফেব্রুয়ারির আগে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ( ২১ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

প্রধান অতিথি’র বক্তব্যে ছাত্রশিবিরের এই নেতা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। আমরা মনে করেছিলাম স্বৈরাচারের পতনের পর দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের হারানো অধিকার ফিরে পাবে। নিরাপদে শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু তা নয়, এতো শহীদের রক্তের বিনিময়ের পরেও এখনো কলেজ বিশ্ববিদ্যাল অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হতে পারেনি এবং ছাত্রদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। যদি নতুন করে আর কোন গোষ্ঠী ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করতে চায়। আমরা তাদের স্পষ্টভাবে বলতে চাই, এদেশের ছাত্রসমাজ জানে কিভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়।’

তিনি আরো বলেন, ‘ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। সর্বশেষ শাকসু নির্বাচন বানচাল করতে না পেরে হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদেশের ছাত্রসমাজ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শাকসু নির্বাচন আদায় করে নেবে, ইনশাআল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ।

আগামী ১২ ফেব্রুয়ারির আগে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন,যদি কোন গোষ্ঠীর সাথে আতাত করে ১২ ফেব্রুয়ারি আগে শাকসু নির্বাচনের আয়োজন না করা হয় তাহলে দেশের ছাত্রজনতা এর জবাবা আদায় করে নিবে।

এসময় জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *