স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ছাত্রদল। সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়েছে তাদের।
বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর ফল প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কতটা সম্ভব, তা নিয়ে আমরা সন্দিহান। তাই এই প্রশাসনের অধীনে নির্বাচনে যাওয়া হবে কিনা—সেটি ভেবে দেখার বিষয়।”
চাকসু নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। ১৫-১৭ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা নেওয়া হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এরই মধ্যে চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেয়নি ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভা থেকে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা বয়কট করেন।