Shopping cart

মাধবপুরে নির্বাচন কার্যালয়ে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী

মার্চ ১৪, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পরিচয় পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবীতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি ‘ কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১ টায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েস দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীরা

” দাবি মোদের একটাই,ইসির অধীনে এনআইডি চাই””একদুই তিন চার, এনআইডির পিছু ছাড়”,” ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি “, ” ভোট চুরির রাস্তা ছাড় এনআইডি স্বাধীন কর” শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। ভোট চুরির রাস্তা ছাড় এমন কথা কাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হলে মাধবপুর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল বলেন, ”নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্টান।এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *