Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট।

নভেম্বর ৫, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ পণ্য উদ্ধার এবং ডাকাতি/ ছিনতাই প্রতিরোধের জন্য বিভিন্ন কৌশলগত স্থানে এই চেকপোস্ট স্থাপন করা হয়।

সোমবার (৪ নভেম্বর ২০২৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিচালক ‘মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান’।

তিনি বলেন, “ডিএমপির বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো স্ট্রিট (কামারাপুর), গাবতলী, খিলক্ষেত ৩০০ ফিট, আবদুল্লাহপুর ব্রিজ এবং কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএমপি আরো জানায়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন দুই শিফটে এই বিশেষ তল্লাশি অভিযান চলবে। প্রথম শিফট হবে বিকেল ৪টা থেকে ১২টা পর্যন্ত। ১২ টা থেকে ৮ টা পর্যন্ত দ্বিতীয় শিফটের সময় চেকপয়েন্ট অপারেশন পরিচালিত হবে।

চেকপয়েন্ট অপারেশন চলাকালে ঢাকা সিটির নগরবাসী এবং ঢাকায় প্রবেশকারী সকল যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *