নিজস্ব প্রতিনিধি: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড হাসপাতাল) ডেন্টাল ইউনিটের ঢাকার ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (IDA)-এর ২০২৫–২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) নবগঠিত এই কমিটি গঠন করা হয়। এতে ডা. মাহমুদুল হাসান সিয়ামকে সভাপতি এবং ডা. ফাহিম শাহরিয়ার লাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও ডা. মারিজা খাতুনকে সহ-সভাপতি , ডা. আসমা উল হোসনা স্নিগ্ধাকে সাংগঠনিক সম্পাদক, ডা. রজত মজুমদারকে কোষাধ্যক্ষ এবং ডা. জিসাত রেহেনা জয়াকে সহকারী সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা যায়, তারা ইন্টার্ন ডাক্তারদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং চিকিৎসা সেবায় আধুনিক মান বজায় রাখতে কাজ করবে। এছাড়াও তারা প্রশাসনিক কর্তৃপক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ইন্টার্নশিপ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, দক্ষতানির্ভর ও আধুনিকভাবে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি ডা. মাহমুদুল হাসান সিয়াম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা সমাধান, শিক্ষকদের সঙ্গে সুষ্ঠু সমন্বয়, ইউনিটের অভ্যন্তরীণ ঐক্য এবং ভবিষ্যতে এলামনাই গঠনের মাধ্যমে একাডেমিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য কাজ করবো। আমাকে সভাপতি নির্বাচিত করায় শিক্ষক, সহপাঠী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (IDA) হলো ইন্টার্ন ডাক্তারদের একটি প্রতিনিধিত্বশীল সংগঠন, যা দীর্ঘদিন ধরে সদস্যদের অধিকার সংরক্ষণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং একাডেমিক পরিবেশে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



