Shopping cart

  • Home
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার অবৈধভাবে স্থানান্তর গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর প্রতিবাদে ৯নং ওয়ার্ডবাসী

রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার অবৈধভাবে স্থানান্তর গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর প্রতিবাদে ৯নং ওয়ার্ডবাসী

সেপ্টেম্বর ৭, ২০২৫

রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার অবৈধভাবে স্থানান্তর গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর প্রতিবাদে ৯নং ওয়ার্ডবাসী

রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার অবৈধভাবে স্থানান্তর গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর প্রতিবাদে ৯নং ওয়ার্ডবাসী

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে বিমাতাসুলভ আচরণ করে রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার থেকে অবৈধভাবে স্থানান্তর করে গঙ্গাচড়া-১ আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৯নং ওয়ার্ডবাসী।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রংপুর কাচারি বাজারস্থ ডিসি অফিসের সামনে সর্বস্তরের জনগণের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন, মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯নং ওয়ার্ড রংপুর সদর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর করা জনগণের সাথে চরম অবিচার। তারা আরও জানান, ৯নং ওয়ার্ড রংপুর সদর-৩ আসনের অন্তর্ভুক্ত করা হোক তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

মানববন্ধনে ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, কবি মোঃ নূর হাবীব স্বপন, নুরুন্নবী মিয়া, মোঃ আব্দুর রহিম বাবলু, মোঃ মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান, সংসদীয় আসন রক্ষা কমিটির সদস্য সচিব আলমগীর কবির শাহীন এবং আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রংপুর সিটি কর্পোরেশনের সর্বস্তরের সাধারণ জনগণ।

মানববন্ধন শেষে সাংবাদিকদের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী বলেন, “৯নং ওয়ার্ড ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত। হঠাৎ করে এটি রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা জনগণের মতামতের পরিপন্থী। আমরা মনে করি, এ সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের দাবি— অবিলম্বে এ গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”‎

‎মানবন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‎উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *