Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি হইতে সাতমাথা সড়ক যেন মৃত্যুর ফাঁদ

রংপুরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি হইতে সাতমাথা সড়ক যেন মৃত্যুর ফাঁদ

জুলাই ২১, ২০২৫

রংপুরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি হইতে সাতমাথা সড়ক যেন মৃত্যুর ফাঁদ

রংপুরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি হইতে সাতমাথা সড়ক যেন মৃত্যুর ফাঁদ

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস: সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সেগুলোয় বৃষ্টির পানি জমে বড় গর্তে ধারণ করেছে। বেহাল সড়কে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়। এই মোড় থেকে সাতমাথা হয়ে একটি সড়ক চলে গেছে কাউনিয়া উপজেলায়। কাউনিয়া উপজেলাসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ রংপুর শহরে যাতায়াত করেন এই সড়ক দিয়ে।

জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত, উঠে গেছে কার্পেটিং। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের।

রসিক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে সড়কপথ রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। সে হিসেবে পাকা সড়কের এক-তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নগরবাসী।

নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা, সিগারেট কোম্পানি থেকে হাই-টেক পার্ক, চারমাথা থেকে ইসলামপুর, তিনমাথা, স্টেশন রোড, নিউ জুম্মাপাড়া, কুকরুল, মিস্ত্রিপাড়া, বাবুপাড়া রোড, এরশাদ মোড়, হাজীরহাট, তাজহাট, মাহীগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের মাঝখানে বড় বড় গর্ত। কোথাও কোথাও পুরো সড়কের পিচ-খোয়া উঠে গেছে।

মাহিগঞ্জ এলাকার অটোচালক হৃদয় ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে দিনে ১০ বার যাই, প্রতিবারই মনে হয় গাড়ি উল্টে যাবে। রাস্তাঘাট ঠিক না থাকলে আমাদের ক্ষতি হয়, যাত্রীও কমে যায়। এক গর্ত শেষ না হতেই আরেকটা শুরু হয়। এসব রাস্তা দিয়ে গেলে রিকশার চাকা ভেঙে যায়, যাত্রীও পড়ে যায়।

উলেখ্য , আজ সকালে রংপুর মহানগরীর জাহাজ কম্পানি মোড় থেকে সাতমাথাগামী পাঁচ কিলোমিটার সড়কটি সংস্কার না করায় সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *