Shopping cart

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জুন ২০, ২০২৫

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

বৃহস্পিবার ‎‎(১৯ জুন) সকাল ১১টায় শহরে কলেজের মুক্তমঞ্চে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পরে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন কলেজ গেটে উপস্থিত হলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর এক বর্ণাঢ্য আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের সি-অফিস এলাকা হয়ে পুনরায় কলেজে ফিরে আসে।

‎‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “স্বৈরাচারী সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে ছাত্রদল বরাবরই রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলই হবে সামনের কাতারের শক্তি।”

‎‎প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এবং শিক্ষা, অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।”

‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম শাকিল।

‎‎এসময় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিংকু চাকমা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক মো. আলভি হাসান নাইমসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎‎সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *