মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় রাব্বি হত্যা মামলায় এপর্যন্ত এজহার ভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া গ্রামের সবুজ মাস্টারের ছেলে রাফি (২৩),নওহাল গ্রামের রফিক মিয়ার ছেলে সুজন (২৪) ও বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সারোয়ার ইসলাম পলাশ ( ২৭)। পলাশ বর্তমানে মোহনগঞ্জের টেংগাপাড়ায় বসবাস করে।
গ্রেফতারকৃতদের নেত্রকোনা কোর্টে প্রেরন করা হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।
গত রবিবার রাতে মোহনগঞ্জ মৎস্য আড়তের নিজের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ঢেকে এনে পৌর এলাকার রেলওয়ে স্টেশনের সামনে পুকুরপাড়ে দুর্বৃত্তেরা চুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে রাব্বি(২২)কে।
এরপর গত মঙ্গলবার রাতে রাব্বির বাবা আনিস মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০ জনের নামে মামলা দায়ের করে।
হত্যা কান্ডের পর গত সোমবার (৩ মার্চ)সকালে মোহনগঞ্জ থানা পুলিশ সুজন( ২৪) ও রাফি (২৩) কে গ্রেফতার করে মংগলবার কোর্টে সোপর্দ করে এবং মংগলবার (৪ মার্চ) সারোয়ার ইসলাম পলাশ (২৭) কে গ্রেফতার করে বুধবার (৫ মার্চ) সকালে কোর্টে সোপর্দ করে এবং ৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এ নিয়ে রাব্বি হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
ওসি আমিনুল ইসলাম জানান, বাকী আসামীদের আইনের আওতায় আনার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।