Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
  • মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।

সেপ্টেম্বর ২২, ২০২৪

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা “মোঃ সোহেল পাটোয়ারী” (৪৫) এবং তার এক জন সহযোগীকে ৩৪৮ (তিনশত আটচল্লিশ) বোতল ফেন্সি’ডিল সহ গ্রেফতার করেছে র‍্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।

ছবি সংগ্রহীত
ছবি সংগ্রহীত

১। র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য (১৫ সেপ্টেম্বর তারিখ) বিকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী ফ্লাইওভারের দক্ষিণ পাশের (মাওয়া-ঢাকা) মহাসড়কের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ সোহেল পাটোয়ারী (৪৫), পিতা-মৃত সাত্তার পাটোয়ারী, সাং-বিজয়রামপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর এবং তার অপরাপর সহযোগী ২। মোঃ ইদ্রিস আলী (২৭), পিতা-মোঃ শহীদুল ইসলাম, সাং-বিজয়রামপুর, পোঃ: থানা-মনিরামপুর, জেলা-যশোর’ এদেররকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৩৪৮ (তিনশত আটচল্লিশ) বোতল ফেন্সি’ডিল এবং মা’দক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।  ২: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত সোহেল পাটোয়ারীর নেতৃত্বে চ’ক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় পরষ্পরের সাথে যোগসাজশে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অ’বৈধ মা’দকদ্রব্য ফে’ন্সিডিল ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। একাজে তারা পণ্যবাহী ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মা’দক আনা-নেয়া করতো।

৩। চ’ক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অ’বৈধ মা’দকদ্রব্যের একটি চালান নিয়ে ঢাকাতে প্রবেশের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (র‍্যাব-৩) এর একটি আভিযানিক দল (মাওয়া-ঢাকা) মহাসড়কে অস্থায়ী চেক-পোষ্ট স্থাপন করে। চেক-পোষ্টের সামনে পৌছে দ্রুত ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে (র‍্যাব-৩) এর আভিযানিক দল কর্তৃক তারা আটক হয় এবং ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় সিটের নীচে লুকানো অবস্থায় ৩৪৮ (তিনশত আটচল্লিশ) বোতল ফে’ন্সিডিল জব্দ করা হয়। এসকল মা’দক ব্যবসায়ী চ’ক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

৪। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

“মোহাম্মদ ফয়জুল ইসলাম”

সিনিয়র সহকারী পুলিশ সুপার

(মিডিয়া অফিসার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *