Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাথমিক বিদ্যালয়

মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাথমিক বিদ্যালয়

জানুয়ারি ১৫, ২০২৫


মাদারীপুরে শিবচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেট ঘর। মঙ্গলবার রাত ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টেনশেট ঘরের পুরোটাই পুড়ে ছাই গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেট ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর দেয়া হয় শিবচর উপজেলা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় টেনশেট ঘরটি। এলাকাবাসীর অভিযোগ, একদল দুর্বৃত্ত নাশকতার জন্য বিদ্যালয়ের ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে মাঝপথ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত আসে। শুনেছি একটি টিনশেট ঘর পুড়ে গেছে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সরকার বলেন, এটি একটি পরিত্যক্ত টিনশেট ঘর। সরকারি তালিকাভুক্ত কোন প্রাথমিক বিদ্যালয় নয়। এই টিনশেট ঘরে গ্রামের পাঠশালার মত কার্যক্রম চলতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *