Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • দোয়ারাবাজার ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ 

দোয়ারাবাজার ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ 

মার্চ ২১, ২০২৫

দোয়ারাবাজার( সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৩৫ ‘বস্তা ভারতীয় চিনি,১টি ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) গাড়ীসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪ টায় বোগলাবাজার ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এ চালান আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।

পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার ভোররাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র দিকনির্দেশনায় এসআই মোহন রায়, এএসআই আশরাফ খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারস্থ মতির পয়েন্টে আসামি মতিউর রহমান এর দোকান ঘর হতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শূল্ক ফাঁকি দিয়ে আনা ২৪ বস্তা (১২০০ কেজি) ভারতীয় চিনি এবং আসামি মতিউর রহমান এর দোকানের সামনে ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা ( হইতে ১১ বস্তা (৫৫০ কেজি) ভারতীয় চিনি ও আটোরিকশাসহ মতিউর রহমানকে আটক করে পুলিশ। আটক আসামী মতিউর রহমান বোগলাবাজার ইউনিয়নের বাঘহানা গ্রামের মৃত আব্বাস আলী’র পুত্র।

আটককৃত চিনির আনুমানিক মূল্য ১,৭৫,০০০/-(এক লক্ষ পচাত্তর হাজার) টাকা।

এই সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় ১টি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *