নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশ।
৬ ই জুলাই (রবিবার) ভোর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়ায় পুলিশের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এতে কালাগাজীপাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তি জাহাঙ্গীর’কে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশির একপর্যায়ে তার ডান হাতে থাকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তায় ভিতর হইতে ১টি দেশীয় অস্ত্র’সহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া এলাকার মৃত নুরুল আমিনের পুত্র জাহাঙ্গীর প্রঃ বাহাদুর (৪৮)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, এলাকায় চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।