Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • পুলিশ–সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির কাউখালীতে সাড়ে ৩ লাখ টাকার চোলাই মদ, পিকআপসহ আটক ১

পুলিশ–সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির কাউখালীতে সাড়ে ৩ লাখ টাকার চোলাই মদ, পিকআপসহ আটক ১

ডিসেম্বর ৩০, ২০২৫

পুলিশ–সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির কাউখালীতে সাড়ে ৩ লাখ টাকার চোলাই মদ, পিকআপসহ আটক ১

পুলিশ–সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির কাউখালীতে সাড়ে ৩ লাখ টাকার চোলাই মদ, পিকআপসহ আটক ১

আহমদ বিলাল খান: রাঙামাটির কাউখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয় এবং গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, তল্লাশিকালে পিকআপ গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ১ লিটার করে দেশীয় তৈরি চোলাই মদ সংরক্ষিত ছিল। ছয়শত পঞ্চাশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১) কে গ্রেফতার করা হয়। সে গকুল দত্তে ও বিষ্ণা দত্তের ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন কেয়াগড় এলাকায়। অভিযানের সময় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক দুইজনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্র আরো জানায়, পার্বত্য অঞ্চলে মাদক পরিবহন ও অবৈধ কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *