Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • মোহনগঞ্জ হাসপাতালে নার্সের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ, নার্সের দাবী বকশিস

মোহনগঞ্জ হাসপাতালে নার্সের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ, নার্সের দাবী বকশিস

নভেম্বর ২৪, ২০২৫

মোহনগঞ্জ হাসপাতালে নার্সের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ, নার্সের দাবী বকশিস।

মোহনগঞ্জ হাসপাতালে নার্সের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ, নার্সের দাবী বকশিস।

মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগন্জ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগন্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের নার্স রিনা পালের বিরুদ্ধে নরমাল ডেলিভারির জন্য উৎকোচ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।তবে অভিযুক্ত নার্সের দাবি বকশিস।

২২/১১/২৫ তারিখে ভুক্তভোগী রিপার ছোট ভাই জুবায়ের হোসেনের উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর/ ২৫ খ্রীঃ তার বোনকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ছয়টায় তার বড়বোন রিপা আক্তারের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। এ সময় সিনিয়র নার্স রিনা পাল তাদের কাছে ৩ হাজার টাকা দাবী করলে তারা ৫০০ টাকা দিলে নার্স বলেন ক্লিনিকে নিলে ১০ হাজার টাকা লাগত তাহলে আমাকে ৩ হাজার টাকা দিতে সমস্যা কোথায়? পরে রিপার স্বজনরা নার্সকে ১০০০ টাকা প্রদান করে রোগীকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

তবে সিনিয়র নার্স রিনা পাল বলেন এটা উৎকোচ নয় তারা খুশী হয়ে বকশিস দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *