Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • মোহনগঞ্জে প্রকাশ্য মাদক সেবনের দ্বায়ে আটক-৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোহনগঞ্জে প্রকাশ্য মাদক সেবনের দ্বায়ে আটক-৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জানুয়ারি ১৩, ২০২৬

মোহনগঞ্জে প্রকাশ্য মাদক সেবনের দ্বায়ে আটক-৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

মোহনগঞ্জে প্রকাশ্য মাদক সেবনের দ্বায়ে আটক-৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মৎস্য অ‌বতরণ কেন্দ্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‌অভিযানে প্রকাশ্যে মদ্যপানের দ্বায়ে ৪ জনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর মৎস্য অ‌বতরণ কেন্দ্রে অভিযোগের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মদ্যপানরত অবস্থায় ৪ জনকে আটক করে।

পরে সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আটককৃত দন্ডপ্রাপ্তরা হলো মোহনগঞ্জ পৌর এলাকার টেংগাপাড়ার জয়নাল মায়ার ছেলে মাসুম মিয়া(২০) সজল মিয়ার ছেলে সুজন মিয়া ( ২৫) সাজু মিয়ার ছেলে ইলিয়াস আহমেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে সাগর আকন্দ (২৫)

আদালতের রায়ে মাসুম, ইয়াছিন ও সাগরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ সোমবার সহকারি কমিশনার ভুমি এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অটল ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান আটককৃতদের সাজা কার্যকর করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *