Shopping cart

  • Home
  • সারাদেশ
  • ছাতকে মরহুম হাজী ইরফান আলীর ইছালে সওয়াবে চুনারুচরে মানবিক উদ্যোগ

ছাতকে মরহুম হাজী ইরফান আলীর ইছালে সওয়াবে চুনারুচরে মানবিক উদ্যোগ

জানুয়ারি ১০, ২০২৬

ছাতকে মরহুম হাজী ইরফান আলীর ইছালে সওয়াবে চুনারুচরে মানবিক উদ্যোগ।

ছাতকে মরহুম হাজী ইরফান আলীর ইছালে সওয়াবে চুনারুচরে মানবিক উদ্যোগ।

মোঃ তাজিদুল ইসলাম: ছাতক উপজেলার হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্ট, চুনারুচরের উদ্যোগে মরহুম হাজী ইরফান আলীর ইছালে সওয়াব উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। মানবিক এই কার্যক্রমে অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী মো নিজাম উদ্দিন এবং সার্বিক আয়োজন করেন ফখর উদ্দিন ও মনির উদ্দিন।

শনিবার বিকাল ৩ ঘটিকায় চরমহল্লার চুনারুচর গ্রামে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক বাজার ইউকে’র ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মাওলানা আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের এভাবে মানবিক কাজে এগিয়ে আসা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ইসলামি সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আকবর আলী, ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মখছুছুর রহমান, মাওলানা আনছার এবং আবুল লেইছ মিয়া। তাঁরা মরহুম হাজী ইরফান আলীর রূহের মাগফিরাত কামনা করেন এবং এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয় কাইল্যাচরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুছা মোহাম্মদ রাসেল, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মমিন, আব্দুর রহমান, মাষ্টার জমির আলী, মাষ্টার ছাদিকুল ইসলাম, গৌছ উদ্দিন এবং চুনারুচর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ জালাল উদ্দীন।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম হাজী ইরফান আলীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজমুল হক নসিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *