বুশরা আক্তার, কুবি প্রতিনিধি: গত ২২মে দৈনিক সারাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের বাসের সঙ্কট নিয়ে “৫ বছরেও বৃদ্ধি পায়নি কুবির বাস” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় যেই ভোগান্তির সৃষ্টি হয় সেটা তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর নতুন বাস পেতে যাচ্ছে কুবি শিক্ষার্থীরা।
গত রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৪ তম সভায় ২০২৪-২৫ অর্থবছরে ২টি নতুন বাস কেনার জন্য ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তন্মধ্যে ১ টি বড় বাস শিক্ষার্থীদের জন্য এবং অন্যটি শিক্ষকদের জন্য মিনি বাস হিসেবে ব্যবহৃত হবে।
পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা ৪ টি বাসের প্রস্তাব দিয়েছিলাম ২ টি বাসের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। আশা করছি এর ফলে পরিবহন সংকট কিছুটা কমবে। এই বাসগুলো বাস দিতে ৬ মাসের মধ্যে সময় লাগতে পারে। বাস চালু হলে নতুন ড্রাইভার এবং হেল্পার নিয়োগ দেওয়া হবে।
রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পরিবহন সংকট নিরসনের জন্য বাজেটে দুইটি বাসের জন্য বরাদ্দ করা হয়েছে। এই ২টি বাস আগামী অর্থবছরে চালু করা হবে।