সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ও সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারা) আসনের সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণার শক্তি।
তিনি বলেন,২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থান এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। এই অভ্যুত্থান প্রমাণ করে, ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই পারে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে।
কলিমউদ্দিন মিলন বলেন, সেই চেতনা ধারণ করেই বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত বিজয় মিছিলের র্যালি পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে কলিমউদ্দিন আহমদ মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দিবসটি শুধু একটি তারিখ নয়; বরং বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের এক প্রতীকী দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। ভবিষ্যতের আন্দোলনের জন্য এই দিবসের প্রেরণা নতুন করে পথ দেখাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী।
এসময় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এখলাস মিয়া তালুকদার, হারুন অর রশীদ, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ,মোক্তার আলী,খলিলুর রহমান,ডা.এ আর খোকন,আব্দুল মালেক,মিজানুর রহমান,মনির উদ্দিন, কৃষকদলের সভাপতি ফরিদ আহমদ,যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম পাশা রিগেল,ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব,উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ইউনিট বিএনপি, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন র্যালি ও বিজয় মিছিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।