Shopping cart

  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট না জড়ালে ইসরাইলকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হতো: খামেনি 

যুক্তরাষ্ট না জড়ালে ইসরাইলকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হতো: খামেনি 

জুন ২৬, ২০২৫

যুক্তরাষ্ট না জড়ালে ইসরাইলকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হতো 

যুক্তরাষ্ট না জড়ালে ইসরাইলকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হতো 

বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে জাতির উদ্দেশে টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

বৃহস্পতিবার (২৬ জুন) দেওয়া ওই ভাষণে তিনি বলেন, “ভুয়া ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই। ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে ইহুদিবাদীরা চূড়ান্তভাবে দুর্বল হয়ে পড়েছে এবং পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র এই সংঘর্ষে সরাসরি জড়িত ছিল। তারা জানত, যদি হস্তক্ষেপ না করে, তাহলে ইসরায়েলের পরিণতি হবে ভয়াবহ। কিন্তু তাদের হস্তক্ষেপেও কিছু অর্জন হয়নি। বরং আমরা যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে পরাজিত করেছি। এটা ইরানের বিজয়, এবং এ জন্য গোটা জাতিকে অভিনন্দন।”

খামেনি ইরানি জনগণের ঐক্যের প্রশংসা করে বলেন, “৯ কোটির বেশি মানুষের দেশ একযোগে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে যে জাতীয় সংহতি দেখিয়েছে, তা অভূতপূর্ব। এই ঐক্যই আমাদের শক্তির উৎস।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চেষ্টার জন্য চড়া মূল্য দিতে হবে। আমাদের সামরিক বাহিনী শত্রুর প্রতিরক্ষা বলয় ভেদ করে তাদের কৌশলগত অবস্থানগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *