Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • সমাজবিজ্ঞান বিভাগে শেষ হলো আন্তঃব্যাচ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা 

সমাজবিজ্ঞান বিভাগে শেষ হলো আন্তঃব্যাচ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা 

জুলাই ২৮, ২০২৫

সমাজবিজ্ঞান বিভাগে শেষ হলো আন্তঃব্যাচ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।

সমাজবিজ্ঞান বিভাগে শেষ হলো আন্তঃব্যাচ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।

জবি প্রতিনিধি: ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে (২৮ জুলাই) সোমবার দিনব্যাপী আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগের ৪০৩ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভাগের ছয়টি ব্যাচ অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে ১৯তম ও ২০তম ব্যাচ “নারীদের অংশগ্রহণই জুলাই বিপ্লবের চালিকাশক্তি” বিষয়ে বিতর্ক করে, যেখানে ১৯তম ব্যাচ বিজয়ী হয়। দ্বিতীয় রাউন্ডে ১৮তম ব্যাচ ও ১৭তম ব্যাচ “বৈষম্য নয়, শাসকশ্রেণীর রাজনৈতিক নিপীড়নই গণঅভ্যুত্থানের প্রধান কারণ” বিষয়ে বিতর্ক করে, এ পর্যায়ে ১৭তম ব্যাচ বিজয়ী হয়। তৃতীয় রাউন্ডে ১৫তম ও ১৬তম ব্যাচ “রাজনৈতিক ঐকমত্যের অভাবই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্কে অংশ নেয়, যেখানে ১৫তম ব্যাচ বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি জুলাই বিপ্লবে তাঁর অভিজ্ঞতা ও ছাত্রদের অংশগ্রহণের তাৎপর্যও তুলে ধরেন। সেই সাথে জুলাই পরবর্তী উদ্ভুত সমাস্যাবলী সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করে জুলাই বিপ্লবের ওপর রচিত বই ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া জুলাই বিপ্লবের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *