আহমদ বিলাল খান: সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও রাঙ্গামাটির পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। রাঙ্গামাটি পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরা, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক, রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা।
বক্তারা বলেন, টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে। জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আমাদের এই টিকা নিয়ে গুজব রোধে সকলকে একসাথে কাজ করতে হবে এবং আশপাশের মানুষকে এই টিকা নিতে উৎসাহিত করতে হবে। বিশ্বে আরো সাতটা দেশের গণমানুষের মাঝে এই টিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ৮ম টিকা প্রদানকারী দেশ। অন্যদেশগুলোতে এই টিকা প্রদানের ফলে কোনও সমস্যা দেখা দেয়নি বরং টাইফয়েডে মৃত্যুর ঝুঁকি কমে এসেছে।
পরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে জেলার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।



