Shopping cart

মোহনগঞ্জে প্রকাশ্য দিবালোকে চুরিকাঘাতে যুবক আহত, ঘাতক আটক

অক্টোবর ১৭, ২০২৫

মোহনগঞ্জে প্রকাশ্য দিবালোকে চুরিকাঘাতে যুবক আহত, ঘাতক আটক

মোহনগঞ্জে প্রকাশ্য দিবালোকে চুরিকাঘাতে যুবক আহত, ঘাতক আটক

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের থানা রোডে প্রকাশ্য দিবালোকে চুরিকাঘাতে জয় আহমেদ ( ২২) নামের এক যুবক চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।জয়কে মোহনগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় স্হানীয় লোকজন ঘাতক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্হানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত জয় একটি কোম্পানিতে মাল ডেলিভারিম্যানের চাকুরি করে।পৌর শহরের থানার নিকটবর্তী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানজট সৃষ্টি হলে ভ্যান গাড়ী দাঁড় করাতে কেন্দ্র করে অটোরিকশা চালকের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় আকাশ মিয়া (১৯) ফোন করে তার সহযোগীদের এনে চুরি দিয়ে জয়কে আঘাত করে গুরুতর আহত করে। তখন উপস্থিত জনতা ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘাতক আকাশ মিয়া পৌর শহরের মাইলোড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।

আহত জয় আহমেদ ধর্মপাশা উপজেলার থানার নিকটবর্তী স্থানের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

কয়েকদিন পুর্বে এ রোডে থানার নিকটবর্তী মোদীদোকানী নারায়ন কে গলাকেটে হত্যা করা হয়। এছাড়া চুরি চিন্তাই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

মোহনগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মকভাবে অবনতি হওয়ায় এলাকাবাসী উদ্ভেগ প্রকাশ করে বলেন, জীবনের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *