মোঃ বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি: ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টহল দল ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি রামদা, চাপাতি, লোহার রড, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সশস্ত্র ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং কোস্ট গার্ডের এমন সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।