মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আটক হয়েছেন ঘাতক স্বামী রাজন মিয়া। গত সোমবার রাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়।পরকিয়ার জেরে এ ঘটনা ঘটে।
স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধে হত্যার পর গতকাল মঙ্গলবার সকালে ঘাতক স্বামী আদালতে আত্মসমর্পণ করতে গেলে মাধবপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা বেগম (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে দাম্পত্য জীবনে পরকীয়া নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ঘটনার রাত রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ হেফাজতে থাকা ঘাতক রাজনকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানি দাস।



